Sunday 11 May 2014

Status-1

রোজকার মতো কাল রাতে ইন্টারনেটে এদিক ওদিক করতে গিয়ে চোখে পড়ল ‘Mother’s Day 2014 - 11th May’। প্রথমেই যে কথাটা মাথায় এলো কাল সকালে উঠেই দু’টো ফোন সেরে ফেলতে হবেপ্রথমজন আমার দিদি আর দ্বিতীয় ব্যক্তিটি হলেন আমার ‘মা। দিদি কে ফোন করতে হবে কারণ ওকে মনে করিয়ে দিতে হবে- আজ মায়ের দিন কিন্তু, উইশ করতে ভুলিস নে!!! আর দ্বিতীয় ফোনটার কারণ বলার নিশ্চয় প্রয়োজন নেই... আমার মা যেকোনো ‘ডে নিয়েই একটু বেশিমাত্রায় সংবেদনশীল, তা সে ‘বার্থ ডে’-ই হোক বা ‘ইন্ডিপেন্ডেন্স ডে’। বেশ কয়েকবছর আগে মাতৃদিবস ভুলে যাওয়ার যে অভিমানের পাহাড় ডিঙাতে হয়েছিল সেদিন-ই পণ করেছিলাম এ ভুল আর করা যাবে না। সেদিন বেশ রাগ-ই হয়েছিল, আমি সারাদিন কি অবস্থায় ছিলাম না জেনে বুঝে একজন মানুষ এত রাগ দেখাতে পারে? আজ-ও যদি ফোনে কখনো গলা শুনে মনে হয় মায়ের মন খারাপ আছে অথচ তার কোন বিশেষ কারণ নেই আমি মুহূর্তে রেগে গিয়ে নিঃশ্বাস না ফেলে পাঁচ মিনিট মাকে বকে নিই। যখন তখন ফোন করে আমি খেয়েছি কিনা, শরীর ঠিক আছে কিনা বা ভর্তি ট্রেনে কো-প্যাসেঞ্জার কেমন এই প্রশ্নের উত্তর দেওয়া যে কি কঠিন তা আজও তিনি বোঝেননি আর সত্যি বলতে আমি আর বোঝাতেও চাইনা। এই প্রশ্নগুলো আমায় যতই অস্বস্তিতে ফেলুক না কেন আসলে তাতে ভালোবাসা ছাড়া অন্যকিছু প্রকাশ পায় কি? 

When I care about someone sometimes I do the same things!!! For an example- though I’ve decided not to get married right now (I’ve my own issues, I am not saying that I am very proud of my decision, it’s just the way I am), when I think about my niece I want to see her happily married. কিন্তু মা-বাবার প্রতি আচরণ কখনই এরকম হয় না। তারা যতই আধুনিক হওয়ার চেষ্টা করুক না কেন মনে হয় আর-ও একটু হলে ভালো হত। আজও ছোট-বড় যেকোনো সমস্যা-ই মনে হয় ওরা সামলে নেবে সে যতই বয়স হোক না কেন। তাই মা-(বাবা)র গুরুত্ব বোঝার জন্যে কোন বিশেষ দিনের যেমন প্রয়োজন নেই তেমনি মা (বাবা) হওয়ার প্রয়োজনও বোধ হয় নেই। Periods বা abortion এর যন্ত্রণা (মানসিক নয় শারীরিক) যে সব মহিলারা সহ্য করেছেন সামান্য দূরদর্শিতা থাকলে তাদের পক্ষে সন্তান জন্ম দেওয়ার যন্ত্রণা যে কতখানি তাও বুঝতে পারার কথা। আর তার পরবর্তী দায়-দায়িত্ব!!! তা নিয়ে কথা বলাটা মনে হয় এই মুহূর্তে আমায় সাজে না... আজ অবধি আমার যেকোনো সিদ্ধান্তে আমার মা-বাবা যেভাবে আমার প্রতি ভরসা রেখেছেন আমার মনে হয় না পৃথিবীতে অন্য কোন সম্পর্ক থেকে তা আশা করা যায়... They love us without any reason… সেটা repay করা যায় না ঠিক-ই কিন্তু জোর গলায় সবার সামনে বলতে কোন আপত্তি নেই –“Happy Mother’s Day” and “Happy Father’s Day” in advance. You don’t have to be smart, I love you the way you are...



4 comments: