Sunday, 11 May 2014

Status-1

রোজকার মতো কাল রাতে ইন্টারনেটে এদিক ওদিক করতে গিয়ে চোখে পড়ল ‘Mother’s Day 2014 - 11th May’। প্রথমেই যে কথাটা মাথায় এলো কাল সকালে উঠেই দু’টো ফোন সেরে ফেলতে হবেপ্রথমজন আমার দিদি আর দ্বিতীয় ব্যক্তিটি হলেন আমার ‘মা। দিদি কে ফোন করতে হবে কারণ ওকে মনে করিয়ে দিতে হবে- আজ মায়ের দিন কিন্তু, উইশ করতে ভুলিস নে!!! আর দ্বিতীয় ফোনটার কারণ বলার নিশ্চয় প্রয়োজন নেই... আমার মা যেকোনো ‘ডে নিয়েই একটু বেশিমাত্রায় সংবেদনশীল, তা সে ‘বার্থ ডে’-ই হোক বা ‘ইন্ডিপেন্ডেন্স ডে’। বেশ কয়েকবছর আগে মাতৃদিবস ভুলে যাওয়ার যে অভিমানের পাহাড় ডিঙাতে হয়েছিল সেদিন-ই পণ করেছিলাম এ ভুল আর করা যাবে না। সেদিন বেশ রাগ-ই হয়েছিল, আমি সারাদিন কি অবস্থায় ছিলাম না জেনে বুঝে একজন মানুষ এত রাগ দেখাতে পারে? আজ-ও যদি ফোনে কখনো গলা শুনে মনে হয় মায়ের মন খারাপ আছে অথচ তার কোন বিশেষ কারণ নেই আমি মুহূর্তে রেগে গিয়ে নিঃশ্বাস না ফেলে পাঁচ মিনিট মাকে বকে নিই। যখন তখন ফোন করে আমি খেয়েছি কিনা, শরীর ঠিক আছে কিনা বা ভর্তি ট্রেনে কো-প্যাসেঞ্জার কেমন এই প্রশ্নের উত্তর দেওয়া যে কি কঠিন তা আজও তিনি বোঝেননি আর সত্যি বলতে আমি আর বোঝাতেও চাইনা। এই প্রশ্নগুলো আমায় যতই অস্বস্তিতে ফেলুক না কেন আসলে তাতে ভালোবাসা ছাড়া অন্যকিছু প্রকাশ পায় কি?