Sunday, 30 September 2012

আজে-বাজে


সততা বলতে আপনি কি বোঝেন? না, পাঠ্য বইতে তার যে ভারী ভারী সংজ্ঞা দেওয়া থাকে তার কথা মোটেই বলছি না। জীবনে আপনি যে কাজ করছেন, যা ভাবছেন- তা কেন করছেন তার সঠিক উত্তর নিশ্চয় আছে আপনার কাছে? আচ্ছা এসব কথা যদি বাদ-ও দিই সারাদিনে নিজেকে কতটা সত্যি কথা বলেন সেটা নিশ্চয় আপনার জানা... আমার এ বিষয়ে নিজের ওপর যথেষ্ট আস্থা ছিল। আর সেটা না থাকার-ও কোনো কারণ নেই। সহজ কথায় নিজের ভালো লাগা মন্দ লাগা কে আর পাঁচ জনের সামনে বলতে পারা তো খুব কঠিন কাজ নয়। আমি জীবনে কোন সিদ্ধান্ত কি ভেবে নিয়েছি তাও আমি জানি- অতএব আমি অন্তত নিজের কাছে সৎ। কিন্তু এই পালাটাই সম্পূর্ণ বদলে যায় যখন ভাবনার ফোকাস টা আমি থেকে আমরা’-য় গিয়ে হাজির হয়। আমরা’ –মানে মানুষেরা সৃষ্টির আদি থেকেই প্রবণতা দেখিয়েছি গোষ্ঠীবদ্ধ হয়ে বাঁচার। সেই গোষ্ঠী-ই তৈরি করেছে সমাজ’ – আর সেই সমাজে চরে খাওয়া সংখ্যা গরিষ্ঠ মানুষের ধ্যান ধারণায় পুষ্ট হয়েছে কিছু নিয়ম, রীতি-নীতি... যা মেনে নেওয়ার কোন দায় সকলের নেই। কিন্তু সেই নিয়মাবলী যদি মানুষের ক্ষতি করে, তাহলে চিন্তাশীল যেকোন মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হওয়া উচিত নিজের মতো করে তার প্রতিবাদ করা। খুব সাধারণ ভাষায় একেই বোধহয় সমাজ সচেতনতা বলে। এই যেমন এখন প্রতি রোব্বার আমির খান হাজির হচ্ছেন আমাদের সমাজের মূলে বসে থাকা হাজারো সমস্যার মধ্যে কিছু সমস্যা নিয়ে। যার বেশ কিছু হয়তো আপনি আমি আগে ভেবেছি, আবার অনেক কিছুই নতুন। সেখানে কন্যা ভ্রূণ হত্যা থেকে শুরু করে প্রতিবন্ধী বাচ্চাদের শিক্ষাব্যবস্থা সব নিয়েই আলোচনা চলছে।